মোঃ শাহাআলম গাজীপুর :
১৭ই জুন ২০২২ ইং তারিখ রোজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের নাট মন্দির দিন ব্যাপী গাজীপুর জেলা ২৫ তম কারাতে প্রতিযোগীতা ২০২২ অনুষ্ঠাত হয়।
উক্ত করাতে অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থা সভাপতি জনাব আনিসুর রহমানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক জনাব মোঃ জামাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব শাহ নওয়াজ দিলরুবা খান, কারাতে অগ্নিমাতা ও সদস্য যুগ্ম-সচিব বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃ পক্ষ খাদ্য মন্ত্রণালয়। উক্ত করাতে অনুষ্ঠানে উদ্বোধন করেন জনাব নাজমুল মোর্শেদ, চেয়ারম্যান, বাংলাদেশ ওয়াদোকাই কারাতে ফেডারেশন, উক্ত কারাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানাব আবু সাঈদ, সাধারন সম্পাদক গাজীপুর জেলা কারাতে এসোসিয়েশন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামের মার্শাল শাহাজাদা কারাতে একাডেমীর ব্লাক বেল্ট ছাএ ছাএীরা ।
এবং গাজীপুর জেলা ২৫ তম কারাতে প্রতিযোগীতায়, গাজীপুর জেলা প্রতিটি উপজেলার কারাতের ছাত্র ছাত্রীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ওই অনুষ্ঠানে মার্শাল শাহাজাদা কারাতে একাডেমীর ছাত্র ছাত্রীদের কে ব্লক বেল্ট সার্টিফিকেট হাতে তুলে দেন , বাংলাদেশে ওয়াদোকাই কারাতে চেয়ারম্যান জনাব নাজমুল মোর্শেদ। আয়োজনে, জনাব মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা গাজীপুর ও মার্শাল শাহাজাদা জেলা কারাতে এসোসিয়েশন গাজীপুর।
Leave a Reply