বরিশাল চরমোনাই মাহফিল থেকে বাড়িতে আসার সময় গতকাল (২৮ ফেব্রুয়ারী )রোজ সোমবার রাত ১০টার দিকে ঢাকা জগ্যনাথ বিশ্ববিদ্যালয়ের এখান থেকে হাজ্বী মো: ফজলুল হকের সাথে থাকা একটি ব্যাগ হারিয়ে যাই।
হাজ্বী মো: ফজলুল হক জানান, ঢাকা জগ্যনাথ বিশ্ববিদ্যালয়ের এখান থেকে আমরা ৭জন বোডবাজার ও বড়বাড়ী এলাকার একটি কাফেলার সাথে, তাদের রির্জাভ করা আজমেরী গাড়িতে উঠি ,আনুমানিক ২০ মিনিট পরে গাড়ির ড্রাইভার বলে গাড়ি নষ্ট যাইতে দেরি হবে। তারপর এই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে ওঠার জন্য যাই। হঠাৎ করে খেয়াল হলো ভুলে সাথে থাকা ব্যাগ রেখে এসেছি আগের গাড়িতে,তারপর আবার পিছনে রেখে আসা গাড়ি যেখানে ছিলো সেখানে গিয়ে দেখি গাড়িটি নেই।অনেক খোঁজাখোঁজির পরও গাড়িটি পেলামনা।হারিয়ে যাওয়া ব্যাগে ছিল দামি কিছু কাপড় ও নগদ টাকা।
হাজ্বী মো: ফজলুল হক আরও বলেন যদি কোনো ব্যাক্তি ব্যাগের সন্ধান পেয়ে থাকেন ,দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন।
যোগাযোগ :হাজ্বী মো: ফজলুল হক,মোবাইল :01885417304
Leave a Reply