অপেক্ষায়
সাইফুদ্দিন শেখ ফাহিম।
আমরা অপেক্ষমান
নব উদিত চন্দ্রের
গগনের অন্তিম তারার
একটা ঘাস ফুলের,
এক ফোটা বৃষ্টির
এক বসন্ত পথ পারির।
আমরা আজন্ম অবিকল মানব আকৃতির
আমরা বন্য, মূর্খ, জালিয়াত, ধূর্ত রূপ প্রকৃতির।
আমারা অপেক্ষমান
জোড়া দৃষ্টি বিনিময়ের,
আমরা অপেক্ষমান
নব প্রণয়ের।
Leave a Reply