আতিকুল ইসলাম পরান:
তিন সন্তানের সাথে তিন গুন্ডা জমির ভাগ বন্টনের তর্ক বিতর্কে প্রাণ গেল আলতাফ হোসেন(৫০) নামের এক পিতার।আলতাফ হোসেন নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।২৯ শে জুলাই বৃহস্পতিবার রাত ১১ টায় এই ঘটনা ঘটে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মাহফুজ রহমান ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ইমতিয়াজ ২০১৪ সালে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামে ৩ গুন্ডা জমি ক্রয় করে বসবাস করে আসছে।তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।তার ছেলে নাঈম হোসেন(২৭), সাঈম হোসেন(২৫)( অপরছেলের নাম জানা যায় নি) চাকুরির সুবাদে শ্রীপুরের বাহিরে বসবাস করত।তাদের বাবা জমি বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করলে ছেলেরা জানতে পারে।ছেলেরা বৃহস্পতিবার(২৯) জুলাই ঈদের ছুটিতে শ্রীপুরের নগর হাওলা গ্রামে বাবার বাড়িতে আসে।ঐ দিন রাতেই ঘটনাটি ঘটে।রাতে বাবা ও ছেলেদের মধ্যে জমি বিক্রি নিয়ে কঠিন বাকদন্ড বাধে এবং বাবা চটে গিয়ে ছেলেদের মারতে যান তখনই বাবার হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে যায় বাবা মারা যান।শুক্রবার ১০ টায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজে মর্গে পাঠনো হয়।
শ্রীপুর থানার এসআই কামরুজ্জামান জানান এই বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।ময়না তদন্তের পর সব ব্যাবস্হা জানা যাবে।
Leave a Reply