গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের ডোমবাড়ীরচালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ৯ জুন বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে আক্তারুজ্জামানের ভাড়া দেওয়া বসতঘরের ৩ নাম্বার রুমের ভিতর রেখে দেওয়া গো-খাদ্য খড়েরস্তুুপ আগুনে পুড়ে ঘরের সিলিংয়ের নিচে আগুন লাগে, এমতাবস্হায় আগুনের ধোঁয়া পাশের ঘরের ভিতর ঢুকলে পাশের ঘরের লোকজন ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অভিযুক্ত ২জন আসামী ১।জাহাঙ্গীর পিতা রিয়াজুদ্দিন ২। রাজ্জাক পিতা করমআলী গংদের বাড়ী আগুন লাগা বাড়ীর পাশে থাকলেও তারা ও তাদের বাড়ীর কেউ আগুন নেভানোর কাজে এগিয়ে আসেনি ও সহযোগীতা করেনি। উল্লেখ্য এর আগে বিবাদীদ্বয় বাদীর পরিবারের জান-মালের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ।
এবিষয়ে বিবাদী রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে কিন্তু আগুনের বিষয়ে আমরা কিছুই জানি না।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply