সাগর আহামেদ মিলন:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কালজয়ী এ গান সকল শহীদের কথা স্মরন করিয়ে দেয় অকপটে। তাই জন্ম জন্মান্তরে চিরস্মরনীয় এ গানের মাঝে ভাষা শহীদের আত্বহুতির প্রতিচ্ছবি ভেসে উঠে।
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রক্তাক্ত সেই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, গাজীপুরের শ্রীপুর সদর প্রেসক্লাব। সোমবার (২১ ফেব্রয়ারী) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটের সময় শ্রীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীপুর সদর প্রেসক্লাবের সভাপতি হাদিউল আলম মোড়ল,সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হুসাইন প্রধান,সাংবাদিক ইকবাল হোসেন,মাসুদ রানা,সোহাগ ভান্ডারী,রাজীব প্রধান,সাগর আহামেদ মিলন,অসিম আকরাম,শফিকুল ইসলাম দুখু,জহির খান,আবদুর রহিম, শাকির আহামেদ সামি,আমিনুল ইসলাম,কবির প্রধান,শামীম মন্ডল,সজিবসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
Leave a Reply