প্রিয়তমা
সাইফুদ্দিন শেখ ফাহিম।
রোজ নিশিথে নয়ন প্রান্তে
জল টলমল
নবীন প্রভাতে রবির কিরণে
হাসির ঝলমল
এমনি নিবিড়ে তোমার বসত
আমার হৃদয় নীড়ে
তাই তো আমি জানি।
তাই তো আমি
হৃদয়ের দামের হৃদয় কিনি,
ভালোবাসার দামে বেদনা
প্রেম ময় জীবনের স্বপ্নে
বিচ্ছেদের যন্ত্রণা
ত্রিভুবনের তুমি যে শুধুই
আমার প্রিয়তমা।
Leave a Reply