শ্রীপুর উপজেলার বরমা গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ২ দিন পর মামুন (২৮) এর লাশ রায়েদ খেয়াঘাট পাশ থেকে উদ্ধার করে স্থানিয়রা।
মঙ্গলবার ৫ এপ্রিল সকালে রায়েদ খেয়াঘাটের পাশে লাশ ভাসতে দেখে স্থানিয়রা। নিহত মামুন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বরামা জেলে পাড়ার নুরুল ইসলামের ছেলে।
গত রবিবার বিকেলে পুলিশের দাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় সে। ফায়ার সার্ভিসের ডুবুরীরা গত দু’দিন যাবত লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। মামুনের পরিবারের দাবী তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে পুলিশ।
শ্রীপুর থানা পুলিশ বলছে, পুলিশের অভিযানে সে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। সে শ্রীপুর থানায় একাধিক মামলা ওয়ারেন্টভুক্ত আসামী।
Leave a Reply