তোমাকে দেখি না
সাইফুদ্দিন শেখ ফাহিম।
আকাশ দেখী, সূর্য দেখি
তোমাকে দেখি না
কতকিছু দেখি – এতকিছু দেখি
তোমাকে দেখি না,
বৃষ্টি রাতে বজ্রপাত দেখি
ক্লান্ত, বেদনার্ত চোখে বর্ষা দেখি
তোমাকে দেখি না
বসন্তে ভোরের কোকিল দেখি
শিমুল – পলাশ ফুল দেখি
অথচ তোমাকে দেখি না
তোমার প্রিয় ছোট নদী দেখি
আমার প্রিয় তাঁরা দেখি
তোমার প্রিয় জোছনা দেখি
অতঃপর তোমাকে দেখি না,
তোমাকে আর দেখি না।
তোমার আমার দেখা হবে
আমরা জোছনায় জাগবো
জোনাকি দেখবো
বর্ষায় বৃষ্টিতে ভিজবো
শীতে কাঁপবো – বসন্তে সাজবো।
সন্ধ্যায় কফির কাপে কোমল চুমুক দিব
আমরা চোখে – চোখ, হাতে হাত রাখবো
বিশ্বাসে বিশ্বাস রাখবো
নিশ্বাসে নিশ্বাস ফেলবো।
আমার চোখে কাজল
তোমার কপালে টিপ
আমার পড়নে পাঞ্জাবি
তোমার পড়নে নীল শাড়ী থাকবে,
আকাশ কুসুম ভাবনা থাকবে না
তুমি থাকবে, আর আমি থাকবো
তুমি থাকবে – আমি থাকবো।
Leave a Reply