সাগর আহামেদ মিলন:
জন্মের ৬ বছর পর থেকেই দুই চোখে সমস্যা রাকিবের। অর্থাভাবের কারণে চিকিৎসা করাতে না পেরে, দুটি চোখই নষ্ট হতে যাচ্ছে তার।এমনটাই বর্ণনা দিলেন রাকিবের বাবা মা।রাকিব (১২),গাজীপুর শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া গ্রামের মোঃ রাজু মিয়ার ছেলে।
রাকিবের বাবা রাজু মিয়া কেওয়া চন্নাপাড়া গ্রামে ছোট একটা চায়ের দোকান দিয়ে দিন শেষে যা আয় হয়,তা দিয়ে পাঁচজনের সংসার চালান।অভাবের তাড়নায় অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছেন,ছেলেকে নিয়ে তার বাবা মা।
রাকিবের বিষয়ে জানতে চাইলে রাকিবের বাবা মা বলেন, ছেলের ৬ বছর বয়স থেকে তার দু-চোখে সমস্যা।অনেক চিকিৎসা করেও সারানো যায়নি।ডাক্তাররা রাকিবকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন, তা না করলে চোখ দুটি চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। কিন্তু চিকিৎসার খরচ যোগাতে অসম্ভব হতদরিদ্র পরিবারটির।আশা নিরাশায় আর অনিশ্চয়তায় মধ্যে দিয়ে, ছেলেকে নিয়ে দিন কাটাচ্ছেন রাকিবের বাবা মা।নিরুপায় হয়ে হৃদয়বানদের
কাছে আর্থিক সাহায্য চেয়েছেন তারা।
আপনাদের সহযোগীতায় ফিরে পেতে পারে রাকিবের দুটি চোখের আলো।কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি রাকিবকে আর্থিক সহায়তা করতে চান, তাহলে রাকিবের বাবা রাজু মিয়ার এই মোবাইল নম্বরে বিকাশ করতে পারেন-01921459476
Leave a Reply